সহস্র গানিতিক সূত্র Thousend Formulas of Mathematices Soumen Saha Bangla mathematic book download


সহস্র গানিতিক সূত্র
Thousend Formulas of Mathematices
Soumen Saha
 Bangla mathematic book download


গণিতের ইতিহাস


গণনা করা ছিল আদিমতম গাণিতিক
কর্মকাণ্ড। আদিম মানুষেরা পশু ও
বাণিজ্যের হিসাব রাখতে গণনা
করত
। আদিম সংখ্যা ব্যবস্থাগুলি প্রায়
নিশ্চিতভাবেই ছিল এক বা দুই
হাতের আঙুল ব্যবহার করে সৃষ্ট।
বর্তমানের ৫ ও ১০-ভিত্তিক সংখ্যা
ব্যবস্থার বিস্তার এরই সাক্ষ্য দেয়।
মানুষ যখন সংখ্যাগুলিকে বাস্তব বস্তু
থেকে পৃথক ধারণা হিসেবে গণ্য
করা শিখল এবং যোগ, বিয়োগ, গুণ,
ভাগ --- এই চারটি মৌলিক
অপারেশন বা প্রক্রিয়া উদ্ভাবন করল,
তখনই পাটীগণিতের যাত্রা শুরু হল।
আর জ্যামিতির শুরু হয়েছিল রেখা ও
বৃত্তের মত সরল ধারণাগুলি দিয়ে।
গণিতের পরবর্তী উন্নতির জন্য চলে
যেতে হবে খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে, যখন
ব্যাবিলনীয় ও মিশরীয় সভ্যতা
বিকাশ লাভ করেছিল।
প্রাচীন মেসোপটেমিয়ার
ব্যাবিলনীয়রা এবং নীল নদের
অববাহিকায় প্রাচীন মিশরীয়রা
সুশৃঙ্খল গণিতের প্রাচীনতম নিদর্শন
রেখে গেছে। তাদের গণিতে
পাটীগণিতের প্রাধান্য ছিল।
জ্যামিতিতে পরিমাপ ও গণনাকে
প্রাধান্য দেয়া হয়, স্বতঃসিদ্ধ বা
প্রমাণের কোন নিদর্শন এগুলিতে
পাওয়া যায় না।

download this book