সহস্র গানিতিক সূত্র
Thousend Formulas of Mathematices
Soumen Saha
Bangla mathematic book download
গণিতের ইতিহাস
গণনা করা ছিল আদিমতম গাণিতিক
কর্মকাণ্ড। আদিম মানুষেরা পশু ও
বাণিজ্যের হিসাব রাখতে গণনা
করত
। আদিম সংখ্যা ব্যবস্থাগুলি প্রায়
নিশ্চিতভাবেই ছিল এক বা দুই
হাতের আঙুল ব্যবহার করে সৃষ্ট।
বর্তমানের ৫ ও ১০-ভিত্তিক সংখ্যা
ব্যবস্থার বিস্তার এরই সাক্ষ্য দেয়।
মানুষ যখন সংখ্যাগুলিকে বাস্তব বস্তু
থেকে পৃথক ধারণা হিসেবে গণ্য
করা শিখল এবং যোগ, বিয়োগ, গুণ,
ভাগ --- এই চারটি মৌলিক
অপারেশন বা প্রক্রিয়া উদ্ভাবন করল,
তখনই পাটীগণিতের যাত্রা শুরু হল।
আর জ্যামিতির শুরু হয়েছিল রেখা ও
বৃত্তের মত সরল ধারণাগুলি দিয়ে।
গণিতের পরবর্তী উন্নতির জন্য চলে
যেতে হবে খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে, যখন
ব্যাবিলনীয় ও মিশরীয় সভ্যতা
বিকাশ লাভ করেছিল।
প্রাচীন মেসোপটেমিয়ার
ব্যাবিলনীয়রা এবং নীল নদের
অববাহিকায় প্রাচীন মিশরীয়রা
সুশৃঙ্খল গণিতের প্রাচীনতম নিদর্শন
রেখে গেছে। তাদের গণিতে
পাটীগণিতের প্রাধান্য ছিল।
জ্যামিতিতে পরিমাপ ও গণনাকে
প্রাধান্য দেয়া হয়, স্বতঃসিদ্ধ বা
প্রমাণের কোন নিদর্শন এগুলিতে
পাওয়া যায় না।
download this book