প্রানরসায়ন শব্দকোষ আ.স.ম সিরাজউদ্দীন Pranrasayan Shabdakosh A.S.M Serajuddin download this bangla ebook

প্রানরসায়ন শব্দকোষ
আ.স.ম সিরাজউদ্দীন
Pranrasayan Shabdakosh
A.S.M Serajuddin download this bangla ebook

ইতিহাস

রসায়নের ইতিহাস একটি বিস্তৃত
বিষয়। বলা চলে আগুন আবিষ্কারের পর
থেকেই মানব সভ্যতার হাত ধরে
এগিয়ে চলেছে রসায়ন।
মধ্যযুগে
ধাতুকে সোনায় পরিনত করতে
পারার পদ্ধতি আবিষ্কারের
প্রচেষ্টায় শুরু হয় আলকেমি বিদ্যা,
যা ল্যাভয়সিয়ে, মেন্ডেলিফদের
হাতে পূর্ণতা লাভ করেছে।
রসায়ন শব্দের উৎপত্তি
রসায়ন শব্দের ইংরেজী কেমিস্ট্রি।
মধ্যযুগে পরশ পাথরের সন্ধানে
পরীক্ষারত মুসলিম বিজ্ঞানীরা
একটি শাস্ত্র বা পদ্ধতি আবিষ্কার
করে। এটাকে তারা বলতো
আলকামিস্তা বা আলকেমি ।
আলকামিস্তা থেকে লাতিন
কামিস্তা পরে ইংরেজীতে
কেমিস্ট্রি নাম ধারণ করে।


মৌলিক ধারণা

আমরা জানি যে, যার ভর আছে, কোন
স্থান দখল করে অবস্থান করে এবং যা
স্থিতিশীল বা গতিশীল অবস্থার
বাধা প্রদান করে, তাকে পদার্থ
বলে। পদার্থের মধ্যে অণু থাকে যা
আবার পরমাণুর সমন্বয়ে গঠিত। পরমাণু
সমূহ গঠিত হয় ইলেকট্রন, প্রোটন ও
নিউট্রন এর সমন্বয়ে। এসব ইলেকট্রন,
প্রোটন ও নিউট্রন পদার্থের অনুর
সাথে কিভাবে সম্পর্কযুক্ত থাকে
এবং এদের বিক্রিয়ার সময় এরা কি
ধরনের আচরণ করে সেসব নিয়ে
আলোচনা করা হয় রসায়নে।

download this book