download bangla ebook Somrat Humayuner Kahini

download bangla ebook Somrat Humayuner Kahini

Size : 2.82 mb

শাহবুদ্দিন মুহাম্মদ শাহ জাহান। শাজাহান ছিল তার ডাক নাম।জন্ম ‌ জানুয়ারি ৫ ,
১৫৯২ – জানুয়ারি ২২ , ১৬৬৬। মুঘল
সাম্রাজ্যের শাসক ছিলেন
যিনি
১৬২৮ খ্রিস্টাব্দ থেকে ১৬৫৮
খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত উপমহাদেশ
শাসন করেছেন। শাহ জাহান নামটি
এসেছে ফার্সি ভাষা থেকে যার
অর্থ "পৃথিবীর রাজা"। তিনি ছিলেন
বাবর , হুমায়ুন , আকবর, এবং
জাহাঙ্গীরের পরে পঞ্চম মুঘল সম্রাট।
তিনি সম্রাট জাহাঙ্গীর এবং তাঁর
হিন্দু রাজপুত স্ত্রী তাজ বিবি
বিলকিস মাকানি-র সন্তান ছিলেন
যিনি সিংহাসন আরোজনের পূর্ব
পর্যন্ত শাহাজাদা খুররাম নামে
পরিচিত ছিলেন। বাল্যকালে
তিনি দাদা আকবরের প্রিয়পাত্র
ছিলেন। তিনি ১৬৭২ সালে তার
পিতার মৃত্যুর পর উত্তরাধিকারী
হিসেবে সিংহাসনে আরোহণ
করেন। তাকে মোগল সাম্রাজ্যে
সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা
হয়। তাঁর শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়
এবং তার সময়ে ভারতীয় সভ্যতা
সবচেয়ে সমৃদ্ধ হয়েছে। দাদা
আকবরেরমতো তিনিও তার সাম্রাজ্য
প্রসারিত করতে আগ্রহী ছিলেন।
১৬৫৮ সালে তিনি অসুস্থ হয়ে পড়লে
পুত্র আওরঙ্গজেব তাকে বন্দী করেন
এবং বন্দী অবস্থায় ১৬৬৬ সালে
আগ্রা ফোর্ট -এ তাঁর মৃত্যু হয়।
তাঁর রাজত্বের সময়কালের মুঘল
স্থাপত্যের স্বর্ণযুগ ছিল। শাহজাহান
অনেক শোভামণ্ডিত স্থাপনা তৈরী
করেন, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত
আগ্রার তাজমহল তার স্ত্রী মমতাজ
মহলের সমাধি হিসাবে পরিচিত যা তিনি
নির্মাণ করেন ১৬৩২-১৬৫৪ সাল

download this book