হাদিস
হাদিস (আরবিতে ﺍﻟﺤﺪﻳﺚ ) হলো মূলত
ইসলাম ধর্মের শেষ বাণীবাহক হযরত
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বাণী ও জীবনাচরণ।
হাদিসের উপদেশ মুসলমানদের
জীবনাচরণ ও ব্যবহারবিধির অন্যতম
পথনির্দেশ। কুরআন ইসলামের মৌলিক
গ্রন্থ এবং হাদিসকে অনেক সময় তার
ব্যাখ্যা হিসেবেও অভিহিত করা হয়।
বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে হাদিস সংকলন
আল্লামা হাফেজ সাখাবী (রহ.)
বলেন-
ﻭﺍﻟﺤﺪﻳﺚ ﻟﻐﺔ ﺿﺪ ﺍﻟﻘﺪ ﻳﻢ ﻭﺍﺻﻄﻼ ﺣﺎﻣﺎﺍﺿﻴﻒ ﺍﻟﻰ
ﺍﻟﻨﺒﻰ ﷺ ﻗﻮﻻ ﻟﻪ ﺍﻭﻓﻌﻼ ﻟﻪ ﺍﻭﺗﻘﺮﻳﺮ ﺍﻭﺻﻔﺔ ﺣﺘﻰ
ﺍﻟﺤﺮﻛﺎﺕ ﻭﺍﻟﺴﻜﻨﺎﺕ ﻓﻰ ﺍﻟﻴﻘﻈﺔ ﻭﺍﻟﻤﻨﺎﻡ -
অর্থ : আভিধানিক অর্থে হাদীস
শব্দটি কাদীম তথা অবিনশ্বরের
বিপরীত আর পরিভাষায় বলা হয়
রাসূলুাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম এর দিকে সম্বন্ধযুক্ত।
চাই তার বক্তব্য হোক বা কর্ম বা
অনুমোদন অথবা গুণ এমন কি ঘুমন্ত
অবস্থায় বা জাগ্রত অবস্থায় তাঁর
গতি ও স্থির সবই হাদীস।
বুখারী শরীফের বিশিষ্ট
ব্যাখ্যাগ্রন্থ ﻋﻤﺪﺓ ﺍﻟﻘﺎﺭﻯ এর মধ্যে
হাদীস সম্বন্ধে রয়েছে:
ﻋﻠﻢ ﺍﻟﺤﺪﻳﺚ ﻫﻮ ﻋﻠﻢ ﻳﻌﺮﻑ ﺑﻪ ﺍﻗﻮﺍﻝ ﺍﻟﻨﺒﻰ ﷺ ﻭﺍﻓﻌﺎﻟﻪ
ﻭﺍﺧﻮﺍﻟﻪ –
অর্থ : ইলমে হাদীস এমন বিশেষ জ্ঞান
যার সাহায্যে প্রিয়নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর কথা, কাজ ও অবস্থা জানতে
পারা যায়। আর ফিক্হবিদদের নিকট
হাদীস হল:
ﺍﻗﻮﺍﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ﻭﺍﻓﻌﺎﻟﻪ –
অর্থ : হাদীস হলো আল্লাহর রাসূলের
কথা ও কাজসমূহ।
বিখ্যাত মুহাদ্দিস ও আলিয়া
মাদ্রাসার সাবেক হেড মাওলানা
মুফতী সাইয়্যেদ মুহাম্মাদ আমীমুল
ইহসান বারকাতী (রহ.) এর মতে,
হাদীস ( ﺣﺪﻳﺚ) এমন একটি বিষয় যা
রাসূলুাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম এর বাণী, কর্ম ও
নীরবতা এবং সাহাবায়ে কেরাম,
তাবিঈনদের কথা, কর্ম ও মৌন
সম্মতিকে বুঝায়। [১] :
হাদীস সংরক্ষণ ও বর্ণনা
করার ফযীলত
হাদীস সংরক্ষণ করা বর্ণনা করা
অত্যন্ত ফযীলতময়। কারণ এর মাধ্যমে
প্রিয়নবী মুহাম্মাদুর রাসূলুাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর পবিত্র কালামের হেফাযত করা
হয়। আর এরকম ব্যক্তির ব্যাপারে
প্রিয়নবী বলেছেন:-
ﻧﻀﺮﺍﻟﻠﻪ ﺍﻣﺮﺃﺳﻤﻊ ﻣﻘﺎﻟﺘﻰ ﻓﻮﻋﺎﻫﺎﻭﺍﺩﺍﻫﺎ ﻛﻤﺎﺳﻤﻊ ﻓﺮﺏ
ﺣﺎﻣﻞ ﻓﻘﻪ ﻏﻴﺮ ﻓﻘﻴﻪ ﻭﺭﺏ ﺣﺎﻣﻞ ﻓﻘﻪ ﺍﻟﻰ ﻣﻦ ﻫﻮﺍﻓﻘﻪ
ﻣﻨﻪ –
অর্থ : আল্লাহ পাক সেই ব্যক্তিকে
সতেজ, ও সমুজ্জ্বল রাখুন, যে আমার
কথাগুলো শুনেছে, সংরক্ষণ করেছে
এবং অপরজনের নিকট তা পৌঁছে
দিয়েছে। (আবু দাউদ)
এই হাদীস আমাদের নিকট তুলে ধরে
হাদীস বর্ণনা করার গৌরব ও সম্মান।
এজন্যে এই হাদীসের ব্যাখ্যায় কোন
কোন মুহাদ্দিস বলেছেন, যে ব্যক্তি
মূলত অর্থেই হাদীস সন্ধানী হয় তার
চেহারা সজীব বা নূরানী হয়ে ফুটে
উঠবে।
শুধু ফযীলত নয়, আল্লাহর রাসূল দোআ
করেছেন হাদীস বর্ণনাকারীদের
জন্য এবং তাদেরকে নিজের
উত্তরসূরী হিসেবে ঘোষণা দিয়ে
বলেছেন:
ﺍﻟﻠﻬﻢ ﺍﺭﻫﻢ ﺧﻠﻔﺎﺋﻰ ﻗﺎﻟﻮ ﻳﺎﺭﺳﻮﺍﻟﻠﻪ ﻭﻣﻦ ﺧﻠﻔﺎﺋﻚ ﻗﺎﻝ
ﺍﻟﺬﻳﻦ ﻳﺮﺅﻭﻥ ﺍﻻﺣﺎﺩﻳﺚ ﻭﻳﻌﻠﻤﻮﻧـﻬﺎ ﺍﻟﻨﺎﺱ –
অর্থ : হে আল্লাহ, আমার
উত্তরসূরীদের প্রতি রহম কর“ন।
সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া
রাসূলুাল্লাহ! আপনার উত্তরসূরী
কারা? তিনি বলেন, তারাই যারা
আমার হাদীস বর্ণনা করে ও মানুষের
নিকট শিক্ষা দেয়। হাদীস
বর্ণনাকারীরা আরো একটি উপায়ে
লাভবান হতে পারে। আল্লাহর রাসূল
বলেছেন, “নিশ্চয়ই কিয়ামতের দিন
তারাই আমার নিকটবর্তী হবে যারা
অধিক হারে আমার প্রতি দরূদ ও
সালাম পেশ করে।” (তিরমিযী)
এই হাদীসটি ইবনে হিব্বান ও তার
হাদীসের গ্রন্থে লিপিবদ্ধ করেছেন
এবং বলেছেন এই হাদীস এর ফায়েজ
ও বরকত লাভ করবে নিশ্চিতভাবে
মুহাদ্দিসানে কেরাম ও হাদীসের
শায়খগণ। কারণ তারাই তো অধিক
হারে হাদীস পড়ে, লিখে। যতবার
হাদীস লিখবে বা পড়বে ততবার
তিনি প্রিয়নবীর প্রতি দরূদ সালাম
পড়বেন ও লিখবেন। এর ফলে রোজ
কিয়ামতে সহজেই তারা প্রিয়নবীর
নিকটবর্তী হতে পারবেন। [২] :
কিতাবুস সিত্তা
কিতাবুস কথাটি কিতাব ﻛﺘﺎﺏ থেকে
আগত, যার অর্থ বই। আর সিত্তা হচ্ছে
৬টি। ইসলামী পরিভাষায় হাদীসের
ছয়খানা অন্যতম হাদীসগ্রন্থকে
একত্রে কিতাবুস সিত্তাহ বলে।
কিতাবুস সিত্তা গ্রন্থাবলী ও এর
সংকলকদের নাম
১-সহীহ বুখারী
মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইবরাহীম ইবনে মুগীরা
২-সহীহ মুসলিম
মুসলিম ইবনে হাজ্জাজ
আল কুশায়রী আল নিশাপুরী।
৩
জামে আত তিরমিযী
আবু ঈসা মুহাম্মদ ইবনে
ইসা ইবনে আওরাতা আত- তিরমিযী।
৪ সুনানে আবু দাউদ।
আবু দাউদ সুলায়মান
ইবনে আশআশ ইবনে ইসহাক।
৫ সুনানে নাসায়ী।
ইমাম আবু আবদুর রহমান
আহমদ ইবনে শুআইব ইবনে আলী আল
খোরাসানী আন- নাসায়ী।
৬.সুনানে ইবনে মাযাহ।
আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে
ইয়াযীদ ইবনে আবদুল্লাহ
ইবনে মাযাহ আল
কাযবীনি।
download this book
হাদিস (আরবিতে ﺍﻟﺤﺪﻳﺚ ) হলো মূলত
ইসলাম ধর্মের শেষ বাণীবাহক হযরত
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বাণী ও জীবনাচরণ।
হাদিসের উপদেশ মুসলমানদের
জীবনাচরণ ও ব্যবহারবিধির অন্যতম
পথনির্দেশ। কুরআন ইসলামের মৌলিক
গ্রন্থ এবং হাদিসকে অনেক সময় তার
ব্যাখ্যা হিসেবেও অভিহিত করা হয়।
বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে হাদিস সংকলন
আল্লামা হাফেজ সাখাবী (রহ.)
বলেন-
ﻭﺍﻟﺤﺪﻳﺚ ﻟﻐﺔ ﺿﺪ ﺍﻟﻘﺪ ﻳﻢ ﻭﺍﺻﻄﻼ ﺣﺎﻣﺎﺍﺿﻴﻒ ﺍﻟﻰ
ﺍﻟﻨﺒﻰ ﷺ ﻗﻮﻻ ﻟﻪ ﺍﻭﻓﻌﻼ ﻟﻪ ﺍﻭﺗﻘﺮﻳﺮ ﺍﻭﺻﻔﺔ ﺣﺘﻰ
ﺍﻟﺤﺮﻛﺎﺕ ﻭﺍﻟﺴﻜﻨﺎﺕ ﻓﻰ ﺍﻟﻴﻘﻈﺔ ﻭﺍﻟﻤﻨﺎﻡ -
অর্থ : আভিধানিক অর্থে হাদীস
শব্দটি কাদীম তথা অবিনশ্বরের
বিপরীত আর পরিভাষায় বলা হয়
রাসূলুাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম এর দিকে সম্বন্ধযুক্ত।
চাই তার বক্তব্য হোক বা কর্ম বা
অনুমোদন অথবা গুণ এমন কি ঘুমন্ত
অবস্থায় বা জাগ্রত অবস্থায় তাঁর
গতি ও স্থির সবই হাদীস।
বুখারী শরীফের বিশিষ্ট
ব্যাখ্যাগ্রন্থ ﻋﻤﺪﺓ ﺍﻟﻘﺎﺭﻯ এর মধ্যে
হাদীস সম্বন্ধে রয়েছে:
ﻋﻠﻢ ﺍﻟﺤﺪﻳﺚ ﻫﻮ ﻋﻠﻢ ﻳﻌﺮﻑ ﺑﻪ ﺍﻗﻮﺍﻝ ﺍﻟﻨﺒﻰ ﷺ ﻭﺍﻓﻌﺎﻟﻪ
ﻭﺍﺧﻮﺍﻟﻪ –
অর্থ : ইলমে হাদীস এমন বিশেষ জ্ঞান
যার সাহায্যে প্রিয়নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর কথা, কাজ ও অবস্থা জানতে
পারা যায়। আর ফিক্হবিদদের নিকট
হাদীস হল:
ﺍﻗﻮﺍﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ﻭﺍﻓﻌﺎﻟﻪ –
অর্থ : হাদীস হলো আল্লাহর রাসূলের
কথা ও কাজসমূহ।
বিখ্যাত মুহাদ্দিস ও আলিয়া
মাদ্রাসার সাবেক হেড মাওলানা
মুফতী সাইয়্যেদ মুহাম্মাদ আমীমুল
ইহসান বারকাতী (রহ.) এর মতে,
হাদীস ( ﺣﺪﻳﺚ) এমন একটি বিষয় যা
রাসূলুাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম এর বাণী, কর্ম ও
নীরবতা এবং সাহাবায়ে কেরাম,
তাবিঈনদের কথা, কর্ম ও মৌন
সম্মতিকে বুঝায়। [১] :
হাদীস সংরক্ষণ ও বর্ণনা
করার ফযীলত
হাদীস সংরক্ষণ করা বর্ণনা করা
অত্যন্ত ফযীলতময়। কারণ এর মাধ্যমে
প্রিয়নবী মুহাম্মাদুর রাসূলুাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর পবিত্র কালামের হেফাযত করা
হয়। আর এরকম ব্যক্তির ব্যাপারে
প্রিয়নবী বলেছেন:-
ﻧﻀﺮﺍﻟﻠﻪ ﺍﻣﺮﺃﺳﻤﻊ ﻣﻘﺎﻟﺘﻰ ﻓﻮﻋﺎﻫﺎﻭﺍﺩﺍﻫﺎ ﻛﻤﺎﺳﻤﻊ ﻓﺮﺏ
ﺣﺎﻣﻞ ﻓﻘﻪ ﻏﻴﺮ ﻓﻘﻴﻪ ﻭﺭﺏ ﺣﺎﻣﻞ ﻓﻘﻪ ﺍﻟﻰ ﻣﻦ ﻫﻮﺍﻓﻘﻪ
ﻣﻨﻪ –
অর্থ : আল্লাহ পাক সেই ব্যক্তিকে
সতেজ, ও সমুজ্জ্বল রাখুন, যে আমার
কথাগুলো শুনেছে, সংরক্ষণ করেছে
এবং অপরজনের নিকট তা পৌঁছে
দিয়েছে। (আবু দাউদ)
এই হাদীস আমাদের নিকট তুলে ধরে
হাদীস বর্ণনা করার গৌরব ও সম্মান।
এজন্যে এই হাদীসের ব্যাখ্যায় কোন
কোন মুহাদ্দিস বলেছেন, যে ব্যক্তি
মূলত অর্থেই হাদীস সন্ধানী হয় তার
চেহারা সজীব বা নূরানী হয়ে ফুটে
উঠবে।
শুধু ফযীলত নয়, আল্লাহর রাসূল দোআ
করেছেন হাদীস বর্ণনাকারীদের
জন্য এবং তাদেরকে নিজের
উত্তরসূরী হিসেবে ঘোষণা দিয়ে
বলেছেন:
ﺍﻟﻠﻬﻢ ﺍﺭﻫﻢ ﺧﻠﻔﺎﺋﻰ ﻗﺎﻟﻮ ﻳﺎﺭﺳﻮﺍﻟﻠﻪ ﻭﻣﻦ ﺧﻠﻔﺎﺋﻚ ﻗﺎﻝ
ﺍﻟﺬﻳﻦ ﻳﺮﺅﻭﻥ ﺍﻻﺣﺎﺩﻳﺚ ﻭﻳﻌﻠﻤﻮﻧـﻬﺎ ﺍﻟﻨﺎﺱ –
অর্থ : হে আল্লাহ, আমার
উত্তরসূরীদের প্রতি রহম কর“ন।
সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া
রাসূলুাল্লাহ! আপনার উত্তরসূরী
কারা? তিনি বলেন, তারাই যারা
আমার হাদীস বর্ণনা করে ও মানুষের
নিকট শিক্ষা দেয়। হাদীস
বর্ণনাকারীরা আরো একটি উপায়ে
লাভবান হতে পারে। আল্লাহর রাসূল
বলেছেন, “নিশ্চয়ই কিয়ামতের দিন
তারাই আমার নিকটবর্তী হবে যারা
অধিক হারে আমার প্রতি দরূদ ও
সালাম পেশ করে।” (তিরমিযী)
এই হাদীসটি ইবনে হিব্বান ও তার
হাদীসের গ্রন্থে লিপিবদ্ধ করেছেন
এবং বলেছেন এই হাদীস এর ফায়েজ
ও বরকত লাভ করবে নিশ্চিতভাবে
মুহাদ্দিসানে কেরাম ও হাদীসের
শায়খগণ। কারণ তারাই তো অধিক
হারে হাদীস পড়ে, লিখে। যতবার
হাদীস লিখবে বা পড়বে ততবার
তিনি প্রিয়নবীর প্রতি দরূদ সালাম
পড়বেন ও লিখবেন। এর ফলে রোজ
কিয়ামতে সহজেই তারা প্রিয়নবীর
নিকটবর্তী হতে পারবেন। [২] :
কিতাবুস সিত্তা
কিতাবুস কথাটি কিতাব ﻛﺘﺎﺏ থেকে
আগত, যার অর্থ বই। আর সিত্তা হচ্ছে
৬টি। ইসলামী পরিভাষায় হাদীসের
ছয়খানা অন্যতম হাদীসগ্রন্থকে
একত্রে কিতাবুস সিত্তাহ বলে।
কিতাবুস সিত্তা গ্রন্থাবলী ও এর
সংকলকদের নাম
১-সহীহ বুখারী
মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইবরাহীম ইবনে মুগীরা
২-সহীহ মুসলিম
মুসলিম ইবনে হাজ্জাজ
আল কুশায়রী আল নিশাপুরী।
৩
জামে আত তিরমিযী
আবু ঈসা মুহাম্মদ ইবনে
ইসা ইবনে আওরাতা আত- তিরমিযী।
৪ সুনানে আবু দাউদ।
আবু দাউদ সুলায়মান
ইবনে আশআশ ইবনে ইসহাক।
৫ সুনানে নাসায়ী।
ইমাম আবু আবদুর রহমান
আহমদ ইবনে শুআইব ইবনে আলী আল
খোরাসানী আন- নাসায়ী।
৬.সুনানে ইবনে মাযাহ।
আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে
ইয়াযীদ ইবনে আবদুল্লাহ
ইবনে মাযাহ আল
কাযবীনি।
download this book