Aaj Ami Kothao Jabo Naa আজ আমি কোথাও যাব না written by Humayun Ahmed download this bangla ebook

হুমায়ূন আহমেদ

লেখক পরিচিতি

হুমায়ূন আহমেদ

 জন্ম :-১৩ নভেম্বর, ১৯৪৮ — ১৯
জুলাই , ২০১২

 বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয়
কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম।



তাঁকে বাংলাদেশের স্বাধীনতা
পরবর্তী শ্রেষ্ঠ লেখক গণ্য করা হয়।
তিনি একাধারে ঔপন্যাসিক ,
ছোটগল্পকার, নাট্যকার এবং
গীতিকার । বলা হয় আধুনিক বাংলা
কল্পবিজ্ঞান সাহিত্যের তিনি
পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক
হিসাবেও তিনি সমাদৃত। তাঁর
প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই
শতাধিক। বাংলা কথাসাহিত্যে
তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর
জনক। তাঁর বেশ কিছু গ্রন্থ পৃথিবীর
নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ
কিছু গ্রন্থ স্কুল-কলেজ
বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর
অন্তর্ভুক্ত। সত্তর দশকের শেষভাগে
থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি
ছিলেন বাংলা গল্প-উপন্যাসের
অপ্রতিদ্বন্দ্বী কারিগর। এই কালপর্বে
তাঁর গল্প-উপন্যাসের জনপ্রিয়তা ছিল
তুলনারহিত। তাঁর সৃষ্ট হিমু ও মিসির
আলি চরিত্রগুলি বাংলাদেশের
যুবকশ্রেণীকে গভীরভাবে
উদ্বেলিত করেছে। তাঁর নির্মিত
চলচ্চিত্রসমূহ পেয়েছে অসামান্য
দর্শকপ্রিয়তা। তবে তাঁর টেলিভিশন
নাটকগুলি ছিল সর্বাধিক জনপ্রিয়।
সংখ্যায় বেশী না হলেও তাঁর রচিত
গানগুলোও সবিশেষ জনপ্রিয়তা লাভ
করে। তাঁর অন্যতম উপন্যাস হলো নন্দিত
নরকে , মধ্যাহ্ন , জোছনা ও জননীর গল্প ,
মাতাল হাওয়া ইত্যাদি। তাঁর
নির্মিত কয়েকটি চলচ্চিত্র হলো দুই
দুয়ারী, শ্রাবণ মেঘের দিন, ঘেঁটুপুত্র
কমলা ইত্যাদি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের
রসায়ন বিভাগের অধ্যাপক হিসাবে
দীর্ঘকাল কর্মরত ছিলেন। লেখালিখি এবং চলচ্চিত্র নির্মাণের স্বার্থে তিনি
অধ্যাপনা ছেড়ে দেন। ১৯৭১
খ্রিস্টাব্দে বাংলাদেশের
মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানী
সেনাবাহিনী তাঁকে আটক করে
এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি
চালায়। তিনি অলৌকিকভাবে
বেঁচে যান।


বই পরিচিতি

শামসুদ্দিন সাহেব সংসার
করেননি। শেষ জীবনে একবার
আমেরিকা যেতে চান। গড়পড়তা
মধ্যবিত্তর মত দু’চোখে
স্বপ্ন নিয়ে নয়। কোন এক অজানা
অস্বস্তিকে চোখের সামনে পরখ
করতে হয়তো। বীথিকে তাঁর কোন
জিজ্ঞাসা নেই, অথবা কোন সুপ্ত
অভিমান, ঠিক তাও নয়। পরিণতি
না পাওয়া একটা সম্পর্কের স্মৃতি
ধরে অবাক একজোড়া চোখের
সামনে দাঁড়াতে চান তিনি...
একবার। কিন্তু কেন?
জয়নালও আমেরিকা যেতে চায়।
আর পাঁচটা সাধারণ ছেলের মতই
আমেরিকা তার কাছে স্বপ্নের
দেশ। সব ব্যর্থতা মুছে এক নতুন জীবন
শুরু করার সরল বিশ্বাসে বুক বেঁধে
ওদেশের মাটিতে পা রাখতে
চায় সে। কিন্তু কিভাবে?


download this book


বিঃ দ্রঃ পিডিএফ ফাইলগুলো আমি
একটি গ্রুপের মাধ্যমে ফেইসবুকে
আপ্লোড করেছি। তাই ডাউনলোড করার
সময় যদি You must Login First দেখায় তবে
আপনি আপনার একাউন্টে লগিন করলেই
চলবে। যদি ফিশিং সাইট মনে করেন
তাহলে facebook.com এ লগিন করে
নিয়েন। অথবা আপনার browser এ আগে
থেকেই Facebook এ login হয়ে থাকবেন।